মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
বাগেরহাটের মোংলায় পুকুরের পানিতে ডুবে জীম শেখ (৩) ও বৃষ্টি আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের তেলিখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জীম শেখ তেলিখালী এলাকার দেলোয়ার শেখের ছেলে ও বৃষ্টি আক্তার একই এলাকার লাভলু শেখের মেয়ে। বৃষ্টি ও জীম সম্পর্কে চাচা-ভাতিজি।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। এ সময় পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তে দেলোয়ার শেখের পুকুরে পড়ে যায় শিশু দুটি। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় আলাদা দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
তানজীম আহমেদ/আরএআর