স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে মিলি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কালুপুর গ্রামের কুলপাড়ার এ ঘটনা ঘটে। 

নিহত মিলি বেগম ওই এলাকার মো. জহুরুলের স্ত্রী।  ঘটনার পর থেকে জহুরুল পলাতক রয়েছেন। 

নিহতের প্রতিবেশী আলমগীর ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে জহুরুল বাঁশের লাঠি দিয়ে স্ত্রী মিলি বেগমকে মারধর করেন। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মিলির মৃত্যু হয়। ঘটনার পর জহুরুল পালিয়ে যান। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই সোহেল ও এসআই সুজনসহ পুলিশের একটি দল এসে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঢাকা পোস্টকে জানান, মিলি বেগমকে হত্যার ঘটনায় তার স্বামী জহুরুলকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। জহুরুল ছাড়াও তার পরিবারের অন্য সদস্যরাও পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

জাহাঙ্গীর আলম/আরএআর