দেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো পর্যায়ে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমানে দেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো পর্যায়ে রয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আয়োজনে বঙ্গবন্ধু স্মারক সিরিজ সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিজয়ের স্বাদ পেতো না বাঙালি জাতি। দেশ স্বাধীন হতো না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরে প্রতিনিয়ত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেন এনডিসিসহ বিপিএটিসি ও ছয়টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএটিসির আয়োজনে ১২ মাসে ১২টি বঙ্গবন্ধু স্মারক সিরিজ সেমিনারের নবমতম সেমিনার এটি।
এমএসআর