তেরখাদা থানা ভবন

খুলনার তেরখাদায় মো. বাবর শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার অর্জুনা বলধনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবর ওই এলাকার মো. বজলুর শেখের ছেলে। 

এ ঘটনায় নিহত বাবর শেখের দুই ভাই আহত হয়েছেন। আহতরা হলেন- সাখায়েত শেখ (৩৩) ও আজিজুল শেখ (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে বাবর শেখের সঙ্গে আপন মামা সোহরাব শেখের দীর্ঘদিন বিরোধ ছিল। এরই জের ধরে বুধবার বিকেলে মামার লোকজন অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে বাবর শেখের ভাই সাখায়েত শেখ ও আজিজুল শেখ মারাত্মক জখম হন। তাদের তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, জমিজমা নিয়ে মামার সঙ্গে ভাগনেদের বিরোধ ছিল। এ ঘটনায় নিহতের আরও দুই ভাই আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

মোহাম্মদ মিলন/আরএআর