রংপুরে নকল প্রসাধনী তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ

রংপুরে নকল প্রসাধনী তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। নগরীর শালবন মিস্ত্রিপাড়া ও কেরানীপাড়ায় বাসা ভাড়া নিয়ে তৈরি করা হতো দেশি-বিদেশি মোড়কে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী।

অভিযানে দুই কারখানা থেকে প্রায় পাঁচ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক। 

তিনি বলেন, বুধবার বিকেলে রংপুর নগরের শালবন মিস্ত্রিপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে জনসন প্রসাধনীর লেভেল লাগানো নকল বেবি সোপ, বেবি অয়েল, বেবি পাউডার, বেবি লোশন, অলিভ অয়েল, বেবি শ্যাম্পু এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার।

বাসা ভাড়া নিয়ে তৈরি করা হতো দেশি-বিদেশি মোড়কে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী

এছাড়া কারখানায় তৈরি নকল কুমারিকা তেল, ডাবর আমলা, ভিট, হেয়ার রিমুভার, শিশা তেল এবং বিভিন্ন পণ্যের লেভেল ও স্টিকারসহ দুই লাখ টাকার মালামাল জব্দ করা হয়। এসবের লেভেল, মূল্য তালিকা ও মেয়াদোত্তীর্ণ তারিখসহ উৎপাদিত পণ্যের সবকিছু নকল ও নিম্নমানের।

একই দিনে কেরানীপাড়ায় আরেকটি অভিযানে মেহেদী হাসানের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ নকল জনসন, কুমারিকা তেল, স্প্রে, হেয়ার কালার, হেয়ার অয়েল, হেয়ার রিমুভার ও ডাবর আমলাসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য এবং বিভিন্ন লেভেল ও স্টিকার জব্দ করা হয়। এসব নকল প্রসাধনী পণ্যের মূল্য প্রায় তিন লাখ টাকা।

দুই কারখানা থেকে প্রায় পাঁচ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করেছে পুলিশ

উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম এবং মেহেদী হাসানকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান উত্তম প্রসাদ পাঠক।

এর আগে করোনা মহামারির শুরুতে রংপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে নকল প্রসাধনী, সার ও ভেজাল খাদ্যপণ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে মালিকদের জরিমানা করাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ফরহাদুজ্জামান ফারুক/এএম