কুমিল্লায় চোরাই ডিজেল উদ্ধারসহ লানী তেল চোরাই চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র‌্যাব ১১ সিপিসি ২। রোববার (১৪ আগস্ট) সকালে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় অভিযানে ১৬০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার এবং চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ জব্দ করা হয়।

আটক চোরাকারবারি সাইফুল ইসলাম রনি (১৯) জেলার বুড়িচং উপজেলার পরিহল পাড়া গ্রামের মোঃ শাহা আলমের ছেলে।

র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, আটক রনি তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। সে কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো থেকে এবং  দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। সে দীর্ঘদিন ধরে জব্দকৃত পিকআপের ওপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি থেকে গোপনে তেল চুরি করে আসছিল।

আটক রনির বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি। 

এমএএস