হাসন রাজাকে গানে গানে স্মরণ
হাসন রাজার জন্মদিনে সুনামগঞ্জে গান গাইলেন মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান
মরমিকবি হাসন রাজার ১৬৬তম জন্মদিন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাসন রাজা মিউজিয়ামের সামনে এই কর্মসূচি হয়।
সভায় সভাপতিত্ব করেন হাসন রাজার প্রপৌত্র দেওয়ান জয়নুল জাকেরীন। হাসন রাজা ট্রাস্টের সভাপতি সামারীন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।
বিজ্ঞাপন
‘আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে’, ‘আমি না লইলাম আল্লাজির নাম রে’, ‘লোকে বলে ঘরবাড়ি ভালানা আমার’, আগুন লাগাইয়া দিলও কুনে হাসন রাজার মনে,’ ‘গুড্ডি উড়াইল মোরে, মৌলার হাতের ডুরি’, হাসন রাজার এ রকম অসংখ্য জনপ্রিয় গানে মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পীরা।
এর আগে বিকাল ৪টায় করোনার জন্য ৯ মাস বন্ধ থাকা হাসন রাজা মিউজিয়াম আনুষ্ঠানিকভাবে খুলে দিলেন মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। পরে এই উপলক্ষে অনুষ্ঠানে ড. মাহফুজুর রহমান বললেন, মরমিকবি হাসন রাজাসহ বাঙালি সংস্কৃতির ধারকদের গানের কথা প্রচারে পৃষ্ঠপোষকতা দেবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। এরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করেন ড. মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, ‘হাসন রাজার কোনো গান এই মুহূর্তে মনে পড়ছে না। গলাটাও বসা।
তবু আপনাদের অনুরোধে একটি গান গাইব। তাই আমার নিজের লেখা একটি গান দিয়েই শুরু করি। ‘স্মৃতির আলপনা আঁখি’ শিরোনামে এটিএন বাংলার সিরিয়ালের গান পরিবেশন করেন তিনি।
উল্লেখ্য, ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরের লক্ষণশ্রী পরগণার তেঘরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। হাসন রাজা পরাক্রমশীল জমিদার ছিলেন। ১৯২২ সালের ৬ ডিসেম্বর তিনি মারা যান।
এমএসআর