চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ

গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমানের এমপিও বাতিল হয়েছে। কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (ভোকেশনাল) ও যুগ্ম সচিব ড. আব্দুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মজিবুর রহমানের এমপিও বাতিল হয়। অধ্যক্ষ মজিবুর রহমানের এমপিও বাতিলের বিষয়টি ১৭ ডিসেম্বর জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান ইনডেক্স নম্বর ৬১৯৩৭৩-এর নিয়াগ সংক্রান্তে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড নিয়োগ বাছাই কমিটি ও ডিজি প্রতিনিধির পত্রটি ভুয়া। টেম্পারিং করে নিয়োগ এবং এমপিওভুক্ত হয়েছেন মজিবুর রহমান। 

ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ব্যবসায় ব্যবস্থাপনা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এবং বর্তমান বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের স্মারক নম্বর ৫৭.০০.০০০০.০০০.২৭.০০১.২০.২২৫-এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মজিবুর রহমানের এমপিও বাতিলসহ এমপিও শিট থেকে তার নাম চূড়ান্তভাবে কর্তন করা হয়েছে।

এএম