দিনাজপুরে ডিমের মূল্যবৃদ্ধি রোধে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার ডিম ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ভোক্তা অধিকার জেলা শাখার সহকারী পরিচালক মমতাজ বেগম রুমি এই অভিযান পরিচালনা করেন। 

অভিযান পরিচালনার সময় ডিমের নির্ধারিত মূল্য তালিকা না থাকার দায়ে চারজন ডিম ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, দিনাজপুর শহরের বাহাদুর বাজারে কয়েকদিন ধরে ডিম ব্যবসায়ীরা ইচ্ছেমতো ডিমের মূল্যবৃদ্ধি করে বিক্রি করছে। এমন অভিযোগের প্রেক্ষিতে বাহাদুর বাজারের ডিমের দোকানে অভিযান পরিচালনা করে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার দিনাজপুর জেলা সহকারী পরিচালক মমতাজ বেগম রুমি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কেন্দ্রীয় অফিস থেকে নির্দেশনার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ডিম ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার ডিম ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

 ইমরান আলী সোহাগ/আরআই