প্রতীকী ছবি

কুষ্টিয়া সদরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব (৩২) নামে এক বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর এলাকার সুবর্ণ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল ওহাব সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি খাজানগর প্রগতি রাইচ মিলে শ্রমিকের কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে কাজ শেষে আব্দুল ওহাব খাজানগর প্রগতি রাইচ মিল থেকে বের হয়ে বাইসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় খাজানগর এলাকার সুবর্ণ অটো রাইস মিলের ভেতর থেকে রাস্তায় ওঠার সময় ওই মিলের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭৫৭৪) সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল ওহাব। 

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকটি সুবর্ণ অটো রাইস মিলের ভেতরে লুকিয়ে রেখেছে ট্রাক মালিক জিন্নাত আলী।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ট্রাকের ধাক্কায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করার চেষ্টা চলছে। 

এসপি