সাঘাটা থানা ভবন

গাইবান্ধার সাঘাটায় মায়ের ছুরিকাঘাতে আতিকা সুলতানা (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা হামিদা বেগমকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণউল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতিকা সুলতানা একই গ্রামের আমিনুল ইসলাম কারীর মেয়ে।  সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আতিকা সুলতানার। এ নিয়ে বিকেলে বাগবিতণ্ডার একপার্যায়ে মেয়ে আতিকা সুলতানার গলায় ছুরিকাঘাত করেন মা হামিদা বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন ঢাকা পোস্টকে জানান, এ ঘটনায় মা হামিদা বেগমকে আটক করা হয়েছে। পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কেন, কী কারণে আতিকাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। ছুরিটি উদ্ধার করা হয়েছে। 

রিপন আকন্দ/আরএআর