ক্রিকেট খেলতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়ায় ছুরিকাঘাত করে আমিন হোসেন নামে এক যুবককে হত্যা করা হয়েছে। আমিন হোসেন মুরাদনগর উপজেলার দারাবাজার এলাকার নোয়াব আলীর ছেলে। তারা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় বসবাস করেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মাঠে আমিন হোসেনকে ছুরিকাঘাত করে বখাটে যুবকরা। এরপর স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করে স্থানীয় পারভেজ ও আরমান।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) বিল্লাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।
বিজ্ঞাপন
ইশতিয়াক আহমেদ/এমএসআর