সিলিন্ডারে গ্যাস নয়, মিলল ৫০ বোতল ফেনসিডিল
ফেনসিডিলসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী
বগুড়া কাহালুতে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভেতর ৫০ বোতল ফেনসিডিল পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালিচক এলাকার ওয়াসিম রেজার ছেলে মো. জিলহাজ (২৫) ও একই উপজেলার সদা শিবপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান (২৫)।
বিজ্ঞাপন
গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার কাহালু উপজেলার বারোমাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার গার্ডেন ফিড ও চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের সামনে সড়কে একটি গ্যাস সিলিন্ডারসহ জিলহাজ ও তৌহিদুরকে গ্রেফতার করা হয়। এ সময় অভিনব কায়দায় সাড়ে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে রাখা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, গ্রেফতার জিলহাজ ও তৌহিদুর একাধিক মাদক মামলার আসামি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
আরএআর