ফাইল ফটো

মাসিক কিস্তি পরিশোধ করতে না পারায় দেনাদারের বসতঘর থেকে খাট ও বিছানাপত্র নিয়ে গেছে সুদখোর মহাজন। গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের পাতারী গ্রামের বিধবা জায়েদা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে পাতারী গ্রামের সুদখোর মহাজন স্বপ্না বেগমের কাছ থেকে প্রতি মাসে দুইশত পঞ্চাশ টাকা সুদ দেয়ার শর্তে আড়াই হাজার টাকা নেন একই গ্রামের বিধবা জায়েদা বেগম। জানুয়ারি মাসের সুদ দুইশত পঞ্চাশ টাকা পরিশোধ করতে না পারায় তাদের বসতঘর থেকে খাট ও বিছানাপত্র জোরপূর্বক নিয়ে যান স্বপ্না বেগম।

জায়েদা বেগম জানান, তারা সুদের টাকা পরিশোধ করতে না পারায় গত ৪-৫ দিন ধরে ঘর থেকে বের হতে পারছেন না। শনিবার তারা ঘরের পেছন দিয়ে পালিয়ে বের হন। পরে তাহিরপুর থানায় এসে একটি অভিযোগ দিয়েছেন তারা।

বালিজুরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পাতারি গ্রামের স্বপ্না বেগমের নেতৃত্বে ১০ জনের সমন্বয়ে একটি সমিতি রয়েছে। ওই সমিতির নেতৃত্ব দেন স্বপ্না বেগম। তাদের সমিতির কয়েক লাখ টাকা আছে। সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে তাদের ওপর নেমে আসে নানান অত্যাচার। জায়েদা বেগম আমাকে বিষয়টি জানানোর পর তাদের ওপর আরও বেশি চড়াও হয় স্বপ্না বেগম।

অভিযুক্ত স্বপ্না আক্তার খাট ও বিছানাপত্র নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, কথা অনুযায়ী কিস্তির টাকা দিতে পারেনি তারা। তাই সেগুলো নিয়ে আসছি। 

এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশে অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, এ সংক্রান্ত বিষয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইদুর রহমান আসাদ/এমএএস