সৈয়দপুরে জাতীয় পার্টির ভোট বর্জন
সৈয়দপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সিদ্দিকুল আলম
কেন্দ্র দখল, ভোট প্রদানে কারচুপি, ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়া, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সিদ্দিকুল আলম।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সৈয়দপুরে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সিদ্দিকুল আলম বলেন, আমার বৃদ্ধা মা ভোট দিতে পারেননি। গোপন বুথের কাছে যাওয়া মাত্র মাকে নৌকায় ভোট দিতে বাধ্য করলে তিনি কেন্দ্র ছাড়তে বাধ্য হন। এ ছাড়া বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমার সহধর্মিণীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বেশ কয়েকজন এজেন্টকে নির্বাচন পরবর্তী সময়ে দেখে নেওয়ারও হুমকি দেয়।
তিনি বলেন, প্রায় প্রতিটি কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এমনকি নারীদের গায়েও হাত দেওয়া হয়েছে। সাধারণ ভোটাররা ভোট দিতে কেন্দ্রে গেলে তাদের নৌকায় ভোট দিতে বাধ্য করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
সিদ্দিকুল আলমের সহধর্মিণী ইয়াসমিন আলম বলেন, আজ সৈয়দপুরবাসী একটি প্রহসনের নির্বাচন দেখল। সাধারণ মানুষদের নৌকায় ভোট দিতে বাধ্য করছে সরকারের গুন্ডাবাহিনী। মনিরুজ্জামান নামে এক পুলিশ কর্মকতা আমাকে হেনস্তা করেছেন। আমাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভায় মোট ভোটার ৯৩ হাজার ৮৯৩ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৬ হাজার ৭৬৩ জন ও নারী ভোটার ৪৭ হাজার ১৩০ জন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ পাঁচজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাহমুদ আল হাসান রাফিন/এসপি