নারী ভোটার‌দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

‘সবাই বলাব‌লি কর‌ছে এবার মি‌শি‌নে ভোট দি‌তে অইব। ড‌রে ভোট দি‌তে আইমু না ঠিক কর‌ছি। এখন দে‌খি, এইডা‌তে ভোট দিয়া খুব মজা।’ বল‌ছি‌লেন হা‌ফেজা বেগম না‌মের এক নারী। তি‌নি চাঁদপুর শাহরা‌স্তি পৌরসভা সুয়াপাড়া গোলাম কিব‌রিয়া মাধ‌্যমিক বিদ‌্যালয় মা‌ঠে ভোটদান শে‌ষে ঢাকা পোস্ট‌কে এমন প্রতি‌ক্রিয়া জানান।

ই‌ভিএম দে‌খেই ভোট দি‌তে এসে‌ছেন জা‌নি‌য়ে আবুল কামাল ব‌লেন, ‘ই‌ভিএ‌মে ভোট দেওয়া খুবই সহজ, আধু‌নিক পদ্ধ‌তি। এই প্রথম এটা‌তে ভোট দিলাম, খুব ভা‌লো লাগল।’

মো. শাহ আলম ক‌বিরও ই‌ভিএ‌মে ভোট দি‌য়ে উচ্ছ্বাস প্রকাশ ক‌রেন। তি‌নি ব‌লেন, ভোট দি‌য়ে খুব ভা‌লো লাগল।

পঞ্চম ধাপে আজ রোববার সকাল ৮টা থে‌কে শাহরাস্তি পৌরসভার নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হ‌চ্ছে এই পৌরসভায়।

নির্বাচ‌নের স‌ঙ্গে সং‌শিষ্ট ভোটার, প্রিসাই‌ডিং অ‌ফিসার, আইনশৃঙ্খলা বা‌হিনীর স‌ঙ্গে কথা ব‌লে জানা যায়, সকাল থে‌কে এই পৌরসভার ভোট কেন্দ্রগু‌লো‌তে ভোটারদের ব্যাপক উপ‌স্থি‌তি দেখা যায়।

এই পৌরসভার সুয়াপাড়া গোলাম কিব‌রিয়া মাধ‌্যমিক বিদ‌্যালয় ও বা‌দিয়া উচ্চ বিদ‌্যালয় কেন্দ্রে সরজ‌মি‌নে দেখা যায়, তপ্ত রো‌দের ম‌ধ্যেও ভোটার উপ‌স্থি‌তি চো‌খের পড়ার মত। ত‌বে পুরুষ ভোটা‌রের চেয়ে নারী ভোটার‌দের সংখ‌্যা অ‌নেক বে‌শি ছিল।

প্রিজাইডিং অ‌ফিসার মো. আহসান উল্লাহ জানান, চার ঘণ্টায় সুয়াপাড়া গোলাম কিব‌রিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে দুই হাজার ৬২২ ভো‌টের ম‌ধ্যে ১১শ ভোট প‌ড়ে‌ছে। শাহরাস্তি পৌর নির্বাচনে ১২টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৩০ হাজার ৮৭৭ ভোটার রয়েছেন।

ভো‌টের প‌রি‌স্থি‌তি নিয়ে এসআ মো. রিয়াজ ঢাকা পোস্ট‌কে ব‌লেন, ‘এখা‌নে উৎসবমুখর প‌রি‌বে‌শে ভোট হচ্ছে। অনেক মানুষ ভোট দি‌তে আসছে।’

শাহরাস্তি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান মেয়র হাজী আবদুল লতিফ ও বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন মিয়াজী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মো. মোস্তফা কামাল মেয়র প‌দে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন।

এখানে মেয়র পদে তিন জন, কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন লড়ছেন।

এনআই/ওএফ