ভোলার দুই পৌরসভায় নৌকার জয়
মো. মনিরুজ্জামান
ভোলার দুই পৌরসভায় আওয়ামী লীগের দুই প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোলা ও চরফ্যাশন পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল-মামুন।
তিনি জানান, ভোলা ও চরফ্যাশনে আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মনিরুজ্জামান নৌকা প্রতীকে ১৬ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুন অর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আতাউর রহমান হাত পাখা প্রতীকে পেয়েছেন এক হাজার ১১৮ ভোট।
বিজ্ঞাপন
এছাড়াও চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোরশেদ নৌকা প্রতীকে ১৪ হাজার ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির ধানের শীষ প্রতীকে ৭৪৬ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শামিম হোসেন পেয়েছেন ৭৮৮ ভোট।
এদিকে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ তুলে চরফ্যাশন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
ভোলা ও চরফ্যাশন পৌরসভায় ছয়জন মেয়র প্রার্থীসহ ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে ভোলা পৌরসভায় তিনজন মেয়র প্রার্থী, ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও আটজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চরফ্যাশন পৌরসভায় মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাকিব উদ্দিন অমি/আরএআর