বাসাইলে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে স্থানীয় লোকজনের ভিড়

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (৩ মার্চ) ভোরে উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ত‌বে তার প‌রিচয় পাওয়া যায়‌নি।

উপ‌জেলার হাবলা ইউনিয়ন প‌রিষ‌দের সদস্য পলাশ বিশ্বাস তালুকদার বলেন, সকা‌লের দি‌কে স্থানীয়রা ট্রেন লাইনে ওই নারীর মরদেহ দেখতে পায়। পরে তার মর‌দেহ‌টি রেললাইন থেকে সরিয়ে নিচে রাখা হয়। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

ঘারিন্দা রেলস্টেশন মাস্টার সোহেল খান বলেন, ট্রেনে কাটা প‌ড়ে এক নারীর মৃত‌্যুর খবর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা গিয়ে মর‌দেহ‌টি উদ্ধার করবে। ত‌বে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত‌্যু হ‌য়ে‌ছে এটা জানা যায়‌নি। 

অভিজিৎ ঘোষ/এসপি