বাঁধের ওপর পড়েছিল যুবকের রক্তাক্ত লাশ
ময়মনসিংহে দিদারুল ইসলাম রুবেল (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৩ মার্চ) রাত ১০টার দিকে নগরীর চরজেলখানা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে নগরীর চরজেলখানা এলাকায় বাঁধের ওপর ওই যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য অনুসন্ধান করে তার পরিচয় শনাক্ত করে।
বিজ্ঞাপন
তিনি বলেন, নিহত রুবেল জেলার মুক্তাগাছা উপজেলার কাঠবউলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।
ওসি আরও বলেন, পূর্ব বিরোধের জের ধরে রুবেলকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।
বিজ্ঞাপন
উবায়দুল হক/ওএফ