বড় বোন ঝুলছিল রশিতে, ছোট বোন শিকলে বাঁধা
ভৈরব থানা
কিশোরগঞ্জের ভৈরবে একই কক্ষ থেকে ছোট বোন মিনা বেগমকে শিকলে বাঁধা এবং বড় বোন মুর্শেদা বেগমের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মুর্শেদা বেগম উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়াহাটি গ্রামের মৃত ইব্রাহীম দফাদারের স্ত্রী ও মিনা বেগম মুর্শেদা বেগমের ছোট বোন।
বিজ্ঞাপন
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুর্শেদা বেগম ও তার ছোট বোন মিনা বেগম (৩০) একই ঘরে থাকতেন। মুর্শেদার একমাত্র মেয়ের বিয়ে হওয়ায় তাদের দেখাশুনা করার মতো কেউ ছিল না। ছোট বোন মিনা বেগম প্রায়ই শিকলে বাঁধা থাকতেন। বুধবার দুপুরের দিকে প্রতিবেশীরা তাদের ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে তারা ভৈরব থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা খুলে মুর্শেদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় শিকলে বাঁধা ছিল মিনা বেগম।
গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার জানান, তারা দুই বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিজ্ঞাপন
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এসকে রাসেল/এসপি