যশোরে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ জেলা প্রশাসকের

যশোরের খাজুরায় আড়াইশ সুবিধাবঞ্চিত আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে এ কম্বল বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও শীতার্তদের জন্য আসা কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। রাত ৮টার দিকে জহুরপুর ইউনিয়নের জহুরপুর আদিবাসীপাড়া মন্দির প্রাঙ্গণে ১০০ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। পরে একই ইউনিয়নের তৈলকুপ আদিবাসীপাড়া বটতলায় দেড়শ কম্বল বিতরণ করেন ডিসি।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহাকারী কমিশনার শেখ মঈনুল ইসলাম মঈন, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা আলী হায়দার, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার ও মাহমুদুল হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার প্রমুখ।

এমএসআর