লাইসেন্স দেওয়ার কথা বলে টাকা নিয়ে গ্রেপ্তার রসিক কাউন্সিলর লুতু
রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১১নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন লুতুকে (৩৫) প্রতারণা ও অবৈধভাবে বালু উত্তোলনে অভিযোগ দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর কেরানিরহাট এলাকা থেকে তাকে মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ গ্রেপ্তার করে।
কাউন্সিলর জয়নাল আবেদীন লুতু নগরীর হাজিরহাট কামদেবপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া বলেন, সিটি করপোরেশন থেকে অটোরিকশার লাইসেন্স দেওয়ার কথা বলে কাউন্সিলর একজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পরবর্তীতে লাইসেন্স দিতে না পারায় ওই ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের মামলা ছিল। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে সোমবার দুপুরে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস
বিজ্ঞাপন