ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা যায়, ভোর থেকে মেঘনা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ঘাটে গাড়ির তেমন কোনো চাপ নেই।

বিআইডব্লিউটিসির শরীয়তপুর ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুল মোমেন ঢাকাপোস্ট.কমকে বলেন, রাতে কিছুটা কুয়াশা ছিল। বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে বেশি হওয়াতে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এসপি