পায়রা সমুদ্র বন্দরের নির্মাণাধীন প্রথম জেটিতে কর্মরত পাঁচ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরের নির্মাণাধীন প্রথম জেটিতে কর্মরত পাঁচ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুর ১টার দিকে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন আব্দুর রহমান, আশিক, রেজাউল, সবুজ ও ইমন।

পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের জন্য রাবনাবাদ এলাকার চারিপাড়ায় কাজ করছিলেন তারা। খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

অসুস্থ শ্রমিকেরা জানান, বুধবার রাতে খাবার খেয়ে ঘুমানোর পর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সকালে গুরুতর অসুস্থ হন তারা। দুপুরে অন্য শ্রমিকেরা তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে খাদ্যে বিষক্রিয়া কিংবা প্রচণ্ড গরমে বদহজমে অসুস্থ হয়েছেন তারা। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। অনেকটা শঙ্কামুক্ত তারা।

কাজী সাঈদ/এএম