হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের দাপট। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। ফলে কনকনে শীতে জবুথবু পাঁচ উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। 

এদিকে, বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। 

এর আগে মঙ্গলবার জেলায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। টানা চারদিন ধরে এ জেলায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এবং তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বৃষ্টির মতো শিশির পড়ে। ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা গেলেও কমছে না শীতের দাপট। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। সময়মতো কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। গরম কাপড় না থাকায় অনেকে বাড়ির আঙ্গিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় এখন পর্যন্ত ২১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে শীতবস্ত্র কেনার জন্য পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে ৩০ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।

বেসরকারি তথ্য থেকে জানা যায়, জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়নে প্রায় ১২ লাখ মানুষের বসবাস। এর মধ্যে প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ গরীব, অসহায় ও শীতার্ত। প্রতি বছর জেলা প্রশাসন ও বিভিন্ন স্থানীয় সংগঠনের পক্ষ থেকে যে শীতবস্ত্র বিতরণ করা হয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 

তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের পাথর শ্রমিক আফিলা খাতুন ঢাকাপোস্ট.কমকে বলেন, কয়েকদিন ধরেই খুব ঠান্ডা। কনকনে শীতের কারণে সময়মতো কাজে যেতে পারি না। ফলে মহাজন আমাদের অনেক সময় কাজে নিতে চাই না৷

ঘন কুয়াশায় রাস্তাঘাট জনমানবশূন্য 

একই কথা জানান জেলা শহরের দিনমজুর রফিকুল ইসলাম। তিনি বলেন, সকাল থেকে কাজের সন্ধানে বের হয়ে বসে আছি। কিন্তু শীতের কারণে দেরি হওয়ায় কাজ পাইনি। তাই বসে বসে বেকার সময় পার করছি। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ঢাকাপোস্ট.কমকে বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

এসপি