গানে গানে মুখরিত ফরিদপুরের সমাবেশস্থল
গানে গানে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের বিএনপির সমাবেশস্থল। শনিবার (১১ নভেম্বর) দুপুরের পর থেকেই ফরিদপুরের কোমরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিরাজ করছে অনুষ্ঠানের আমেজ।
সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের পর থেকেই মাঠে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। যাদের স্লোগানে মুখরিত হচ্ছে সমাবেশস্থল। বিকেলের পর থেকেই সমাবেশ মাঠে শুরু হয়েছে গান। গান পরিবেশন করছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)। তাদের সঙ্গে তাল মিলিয়ে গান করছে নেতাকর্মীরা। এছাড়াও নানা ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে লাল-সবুজে সেজেছে সমাবেশের মাঠ। সমাবেশ সফল করতে ইতোমধ্যে রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছেন।
বিজ্ঞাপন
সমাবেশে আসা নেতাকর্মীরা জানান, বাস বন্ধ থাকায় তারা পুলিশি বাধা অতিক্রম করে বিভিন্ন উপায়ে সমাবেশস্থলে এসেছেন।
বিজ্ঞাপন
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ বলেন, গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। গণসমাবেশে আসা নেতাকর্মীদের বিনোদনের জন্য জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) গান পরিবেশন করছে। বিভিন্ন জেলা থেকে আগত জাসাস নেতাকর্মীরা গান পরিবেশন করে সমাবেশস্থল মুখরিত করছে। আগামীকালের সম্মেলন সফল করতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এখনও আসছে। ইনশাআল্লাহ আগামীকালের সমাবেশ সফল হবে।
এমজেইউ