প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ব্যাপক প্রচারণায় নেমেছেন যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশীষ ইসলাম। তিনি সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে। আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হওয়ার কথা রয়েছে।

মোস্তফা আশীষ ইসলাম জানান, আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর এই জনসভাকে সামনে রেখে আজ (শুক্রবার) ঝিকরগাছা উপজেলার বিভিন্ন জায়গায় প্রচারণা চালানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের সহায়তায় জনসভা সফল করতে সবার কাছে গিয়ে লিফলেট বিতরণ করছি। এছাড়া মেসেজের মাধ্যমে সবাইকে জনসভা সফল করতে আহ্বান জানানো হচ্ছে। আশা করছি, ব্যাপক জনসমাগমের মাধ্যমে প্রধানমন্ত্রীর জনসভাটি সফল হবে।

তিনি আরও জানান, আজ ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার, বেনেয়ালী বাজার, নবীবনগর, চারাতলা, কলাগাছি, বাদে নাভারণ মোড়, নাভারণ পুরাতন বাজার, ঢাকাপাড়া, কুন্দিপুর, বায়সা-চাঁদপুর বাজার ও পানিসারা ফুলমোড়ে প্রচারপত্র বিলি করেছি। পাশাপাশি আমার বাবা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামও প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।  

প্রচারণার সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মিজানুর রহমান, গদখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি করিম সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. শাহীন আহম্মেদ, সাবেক মেম্বর রফিকুল ইসলাম, নাভারণ ইউপি মেম্বর মজিবর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন শেখ, যুগ্ম সম্পাদক আশরাফুল আশা, শ্রমিক লীগ নেতা নুরন্নবী বকুল ও আজিবর রহমান প্রমুখ।

এসআর/কেএ