গলায় বাদাম আটকে প্রাণ গেল শিশুর
সিরাজগঞ্জের কাজিপুরে গলায় বাদাম আটকে রাফি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাফি উপজেলার সোনামুখী গ্রামের রাকিব হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
রাফির স্বজনরা জানান, শনিবার রাতে রাফির মা বাদাম খাচ্ছিলেন। এ সময় রাফি একটি বাদাম নিয়ে মুখে দিতেই তার গলায় আটকে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন সেখানকার দায়িত্বরত ডাক্তার। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শুভ কুমার ঘোষ/এমজেইউ
বিজ্ঞাপন