প্রেস ব্রিফিংয়ে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন

খুলনায় দেড় লাখ শিশুর কণ্ঠে উচ্চারিত হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। রোববার (৭ মার্চ) দুপুর ২টায় খুলনার বয়রার সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে শিশু সমাবেশ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপনের আয়োজন করা হয়েছে। শনিবার (৬ মার্চ) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন।  

জেলা প্রশাসক জানান, মূল অনুষ্ঠানস্থলে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৫১ জন শিশুর কণ্ঠে এবং একই সঙ্গে সমগ্র জেলা থেকে জুম ওয়েবিনারে সংযুক্ত এক লাখ ৫০ হাজার জন শিশুর কণ্ঠে উচ্চারিত হবে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ। মূল অনুষ্ঠানস্থলে ১৫১ জন শিশুর অংশগ্রহণের ব্যাখ্যা হচ্ছে- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ জন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ জন এবং বাঙালির একমাত্র অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে অনুকরণ করা একজন।  

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় এক লাখ ৫০ হাজার শিশুর সমন্বয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুলনার বয়রাস্থ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে শিশু সমাবেশ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন অনুষ্ঠান হবে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জুম ওয়েবিনারের মাধ্যমে কলেজ চত্বরে বেলা ২টায় খুলনা মহানগরী এবং ৯টি উপজেলার এক হাজার ৫০০ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিশুরা যুক্ত হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি থেকে ১০০ জন শিশু যুক্ত থাকবে।

এ অনুষ্ঠানে জুম ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বয়রাস্থ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অতিথিরা উপস্থিত থাকবেন। এছাড়াও অনুষ্ঠানে খুলনার স্থানীয় সংসদ সদস্যরা যুক্ত হবেন। 
   
প্রেস ব্রিফিংয়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মোহাম্মদ মিলন/আরএআর