এখলাছ উদ্দীন নয়ন (৪৫)। একসময় ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য। তবে পড়াশোনা না করার আক্ষেপ ছিল সবসময়। অবশেষে ঘুচলো সেই আক্ষেপ। এবার এসএসসি পাস করে সবাইকে চমকে দিয়েছেন এখলাছ উদ্দীন। শুধু পাসই নয়, তিনি সবগুলো বিষয়েই পেয়েছেন জিপিএ-৫।

এখলাছ উদ্দীন নয়ন ময়মনসিংহের গৌরীপুরের সাবেক ইউপি সদস্য। তার এমন ফলাফলে উচ্ছ্বসিত পরিবারও। সাবেক এ জনপ্রতিনিধি নেত্রকোণার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন।

এখলাছ উদ্দিন বলেন, শিক্ষার কোনো বয়স নেই। আমার আগ্রহ ছিল পড়াশোনা করার। সেই আগ্রহ থেকেই এ বছর মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছি।

মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, এখলাছ উদ্দীন নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। তিনি এ বছর পরীক্ষা দিয়েছেন। এই বয়সে এসে তার এমন ফলাফলে আমরা আনন্দিত ও গর্বিত।

উবায়দুল হক/এমজেইউ