নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানস্থলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ, গুলি ও ভাঙচুর করেছে। সোমবার (৮ মার্চ) রাত ৮টার দিকে বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধুর চত্বরের সামনে এ ঘটনা ঘটে। 

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দিন মামুন ঢাকা পোস্টকে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর বাদল, রাহাত ও মঞ্জুর গুন্ডা বাহিনী বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে হামলা করে অনুষ্ঠানস্থল লণ্ডভণ্ড করে ফেলে।

তিনি আরও বলেন, মেয়র আবদুল কাদের মির্জা সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টায় বসুরহাট পৌরসভা চত্বরে সংবাদ সম্মেলন এবং ১১টায় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ বিষয়ে কথা বলতে মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

কোম্পানীগঞ্জ থানার এএসআই আজিম ঢাকা পোস্টকে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আপনি ওসি স্যারকে ফোন করুন। পরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল রনির সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

এর আগে সোমবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় খিজির হায়াত খানকে লাঞ্ছিত করে মেয়র কাদের মির্জার সমর্থকরা।

হাসিব আল আমিন/এসএসএইচ