ফাঁসাতে ছাগল চুরির মামলা, ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে কথা বলছেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তুহিন দর্জি
প্রাইভেটকারে ছাগল চুরির ঘটনায় জড়িত নন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তুহিন দর্জি। সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের ইটেরপুল এলাকায় নিজ বাসভবনে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তুহিন দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ছাগল চুরির ঘটনায় তাকে ফাঁসিয়ে আসামি করতে বাদীকে চাপ দিয়েছে। আসামির তালিকায় তার নাম না দিতে চাইলেও অন্য একটি মহলের কারণে তাকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে তুহিন জানান, অন্য কয়েকজন দুষ্টুমি করে একটি ছাগল নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে সেই চুরি করা ছাগল মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরে বিষয়টি নিয়ে নানা দিক থেকে আপত্তিকর কথাবার্তা ছড়িয়ে পড়ে।
নিজেকে নির্দোষ দাবি করে তুহিন বলেন, মূলত সম্মানহানি করার জন্যই ষড়যন্ত্র করে এ কাজ করা হয়েছে। যে হাস্যকর মামলায় ফাঁসানো হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ছাত্রলীগের হারানো পদ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পখিরা এলাকায় ছাগল চুরির ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকার থেকে চুরি হওয়া ছাগল উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তুহিন দর্জি ও তার চার সহযোগী জুবায়ের হাওলাদার, রানা বেপারী, রবিউল ইসলাম ও মাহবুব তালুকদারকেও আটক করে পুলিশ।
এ ঘটনায় সদর মডেল থানায় ছাগল চুরির অভিযোগ এনে পাঁচজনের নামে লোকমান মালোত নামে এক কৃষক মামলা করেন।পরদিন শুক্রবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আসামিদের হাজির করা হলে বিচারক সাইদুর রহমান পাঁচজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে এ ঘটনায় তুহিন দর্জিকে জেলা ছাত্রলীগের সহসভাপতির পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।
নাজমুল মোড়ল/এসপি