নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার ঘটনায় মেয়র আবদুল কাদের মির্জার বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের অনুসারীরা।

সোমবার (৮ মার্চ) রাত ৯টায় বসুরহাট রূপালী চত্বরে এক প্রতিবাদ সমাবেশ থেকে বীর মুক্তিযোদ্ধার গায়ে হাত দেওয়ার দায়ে কাদের মির্জার গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

একই দাবিতে মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৩টা থেকে বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে মিজানুর রহমান বাদলের সমর্থকরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রশিদ মঞ্জু, হাসিব আহসান আলাল, ফখরুল ইসলাম রাহাত, জায়েদল হক কচি ও সালেকিন রিমন প্রমুখ।

মিজানুর রহমান বাদল বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে কাদের মির্জা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উত্তেজিত করে তুলেছে।

এ বিষয়ে কথা বলতে মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। 

হাসিব আল আমিন/এসএসএইচ