মদন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি পালন ও প্রতিবাদ সমাবেশ  করেন কর্মচারীরা

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসানুল হোসেনের দুর্নীতির বিচার চাইলেন একই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা। স্বাস্থ্য কর্মকর্তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে কর্মবিরতি পালন করেছেন তারা।

মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি পালন ও প্রতিবাদ সমাবেশ  করেন কর্মচারীরা। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসেনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা।

বেতন-ভাতা উত্তোলনে কমিশন দাবি, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ, কর্মক্ষেত্রে অনুপস্থিতি, কর্মচারীদের লাঠি দেখিয়ে ভয় প্রদর্শন, অ্যাম্বুলেন্সে জ্বালানি বিলে স্বাক্ষর করতে অনীহাসহ নয়টি কারণে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন কর্মচারীরা।

পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমান, এনামুল হায়দার, নার্গিস সুলতানা, খাইরুল ইসলাম ও হুমায়ূন এরশাদ। স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেন বক্তারা।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাসানুল হোসেনকে একাধিকবার কল দিলেও ধরেননি।

জানতে চাইলে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সেলিম মিয়া বলেন, আমি ঢাকায় একটি সেমিনারে আছি। বিষয়টি জানার পর যথাযথ ব্যবস্থা নেব।

মো. জিয়াউর রহমান/এএম