ধুনট উপ‌জেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও মু‌জিব চত্বর

বগুড়ার ধুনট উপ‌জেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও মু‌জিব চত্বরে ৭ বার বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় মু‌জিব চত্বর ও এর আ‌শেপা‌শের ৪০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জা‌রি করেছেন উপজেলা নির্বা‌হী অ‌ফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

জানা যায়, বৃহস্প‌তিবার (১১ মার্চ) মু‌জিব চত্বর এলাকায় সমা‌বেশ আহ্বান ক‌রেন উপ‌জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সা‌লেহ স্বপন। একই স্থা‌নে ধুনট পৌর ছাত্রলী‌গের সা‌বেক সদস্য রা‌সেল খন্দকার সমা‌বে‌শ আহ্বান ক‌রেন। ছাত্রলী‌গের দুই প‌ক্ষের সমা‌বেশ ঘি‌রে এলাকায় উ‌ত্তেজনা দেখা দেয়।

এদি‌কে বুধবার (১০ মার্চ) রাত সা‌ড়ে ১১টায় ৭ বার বি‌স্ফোর‌ণের বিকট শব্দ পাওয়া যায়। ধারণা করা হ‌চ্ছে, বৃহস্প‌তিবারের সমা‌বে‌শে আ‌ধিপত্য বিস্তা‌রের অংশ হি‌সে‌বে এক‌টি পক্ষ কক‌টেল বি‌স্ফোরণ ঘ‌টি‌য়েছে।

এক গণবিজ্ঞ‌প্তি‌তে ইউএনও সঞ্জয় কুমার মহন্ত ঘোষণা ক‌রে‌ছেন, আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি অবনতি হওয়া‌র আশঙ্কায় বৃহস্প‌তিবার সকাল আটটা থে‌কে রাত আটটা পর্যন্ত ধুনট মু‌জিব চত্বর ও এর আশপা‌শের ৪০০ গজে ১৪৪ ধারা জা‌রি করা হ‌লো। একইসঙ্গে সব ধর‌নের সভা-সমা‌বেশ, ‌মি‌ছিল ও গণজমা‌য়েত নি‌ষিদ্ধ করা হ‌লো। 

১৪৪ ধারা জা‌রির পর ধুনট শহ‌রে মধ্যরা‌তে মাই‌কিং ক‌রে গণ‌বিজ্ঞ‌প্তি প্রচার করা হয়। এছাড়া মু‌জিব চত্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ত‌বে দেড়টা পর্যন্ত বি‌স্ফোরণ শ‌ব্দের ঘটনায় কক‌টে‌লের কোনো আলামত পায়‌নি পুলিশ।

ধুনট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার ব‌লেন, ‌‘মধ্যরা‌তে ক‌য়েকদফা বি‌স্ফোর‌ণের বিকট শব্দ পাওয়া গে‌ছে।কীসের শব্দ সেটা নি‌শ্চিত করা যায়নি। পু‌লিশ অনুসন্ধান চা‌লি‌য়ে‌ছে। রাত দেড়টা পর্যন্ত কক‌টে‌লের আলামত মেলেনি।’

ধুনট উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ব‌লেন, ‘ছাত্রলী‌গের দুই গ্রু‌পের সমা‌বেশ ঘি‌রে আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জা‌রি ক‌রে‌ছি। বৃহস্প‌তিবার রাত আটটা পর্যন্ত এ আ‌দেশ জা‌রি থাক‌বে।’

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর