দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে তিনজন নিহত

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন ১৭ জন। দগ্ধ ১৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন দাউদকান্দির তিনপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৬২) এবং বনুয়াকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাফিন (৪)। 

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রথমে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও পরে দুজনের কথা জানান দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক।

দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন

দগ্ধরা হলেন গোলাম হোসেন (৪৫), মো. মামুন (৩০), ফারুক মিয়া (৪৫), মনির উদ্দিন (৩৫), বিশ্বনাথ দেবনাথ (৫০), বিল্লাল সরকার (৪০), হালিমা খাতুন (৪০), সামছুন নাহার (২৫), জেরিন আক্তার (২২), সৈয়দ আহমেদ মীর (৩২), মহসীন মিয়া (৩৮), তাহিয়া (১১), তাসনিয়া (১৭), হালিমা আক্তার (৫৫) ও আবদুর রহিম (৫৬)। বাকি দুজনের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের চলন্ত বাসে আগুন লাগে। আগুনে পুড়ে বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় অগ্নিদগ্ধ হন ১৭ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ড অতিক্রমের সময় আগুন লাগে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এএম