বাজারে ভয়াবহ আগুন

ভোলা সদর উপজেলার জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভোলা সদরের ইলিশা জংশন বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। ভোলা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী আনোয়ার বলেন, চায়ের দোকান থেকে আগুন লাগে। এতে দু্টি মুদি দোকান, শাহাবুদ্দিনের চায়ের দোকান, জসিমের মুদি দোকান, স্বর্ণের দোকান, সাইফুলের ফার্মেসি, নিজামের গার্মেন্টস, মফিজের পেট্রলের দোকান, ইসমাইলের সুতার দোকান, মুক্তার হোটেল, পরিমলের দোকান, জুয়েলের মাংশের দোকানসহ ২৩টি দোকান পুড়ে যায় । 

আগুনে সব কিছু পুড়ে ছাই

স্থানীয় দোকানদার মফিজ বলেন, জংশন বাজারের নৌপুলিশ ফাঁড়ির পাশে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা ডাক-চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ভোলা ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চন্দন বলেন, ফাঁড়ি থেকে ১০০ গজ দূরে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন কিভাবে লেগেছে তা তদন্ত করে বের করা হবে।

ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ভোলা, দৌলতখান, বোরহানউদ্দিনসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। কাঁচাঘর থাকায় বেশি দোকান পুড়েছে।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানিয়ে দিব।

এসপি