পশ্চিম তল্লার মসজিদ খুলে দিতে পরিদর্শনে প্রতিনিধি দল
গ্যাসের লিকেজ খোঁজা হচ্ছে
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাতুস সালাত জামে মসজিদটি পরিদর্শন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১১ মার্চ) মসজিদের ভেতরে ঢুকে তারা পরিদর্শন করে। এ সময় তারা ভেতরে গ্যাসের কোনো লিকেজ আছে কি না খতিয়ে দেখে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মমিনুল হক, ডিপিডিসির প্রকৌশলী গোলাম ফারুক, সেন্ট্রাল ইমার্জেন্সি বিভাগের ডিজিএম সাখাওয়াত ও মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর মিয়া।
বিজ্ঞাপন
পরে খবর পেয়ে স্থানীয় জনগণ ছুটে আসে। এ সময় তারা উত্তেজিত হয়ে পড়ে এবং জানতে চায়, তিতাসের লোকজন কেন এখানে এসেছেন।
তিতাসের কর্মকর্তারা জানান, মসজিদটি খুলে দিতে মসজিদ কমিটির লোকজন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। কিন্তু মসজিদ খুলে দেওয়ার আগে দেখতে হবে ভেতরে আর কোনো লিকেজ পাওয়া যায় কি না।
বিজ্ঞাপন
স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তিতাসের কর্মকর্তাদের মসজিদ পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। তারা জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা কিছু বলতে পারবেন না।
মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর মিয়া বলেন, প্রতিনিধি দল জানিয়েছে, মসজিদ কমিটির পক্ষ থেকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে, সে পরিপ্রেক্ষিতে তারা তদন্ত করতে এসেছেন। কিন্তু পরিদর্শন করে কী পেলেন, সে বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কিছুই জানাননি।
উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবয় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৩৮ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জন মারা যান। অবৈধ বিদ্যুৎ-সংযোগের স্ফুলিঙ্গ ও তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে বের হওয়া গ্যাস মসজিদের ভেতরে জমে থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সিআইডি।
ওই অভিযোগপত্রে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের গাফিলতি ও অবহেলার কথা বলা হয়েছিল।
এনএ