গাছের ডালে পেঁচিয়ে রয়েছে সাপ। ছবিটি শুক্রবার রাত ৯টায় তোলা

‘সাতক্ষীরার দেবহাটায় একটি গাছে দেখা যাচ্ছে অগণিত সাপ। গাছটি ঘিরে মানুষের মধ্যে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি গাছে ভিড় করছে সাপ— এমন খবর ছড়িয়ে পড়েছে চারদিক।’

ওই গাছটির মালিক গড়িয়াডাঙ্গা গ্রামের নুর ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে থেকে ওই গাছটিতে সাপ দেখতে পান। প্রথমে কৌতূহলবশত তিনি সাপগুলোকে আঘাত করেন। পরের দিন তার একটি ৮০ হাজার টাকা মূল্যের গরু ও একটি মুরগি মারা যায়।’

‘এছাড়া পার্শ্ববর্তী একটি ছেলে সাপগুলোকে ঢিল ছুড়ে মারলে কিছুক্ষণ পর সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারপর থেকে সাপগুলোকে আর কেউ আঘাত করেননি।’ বললেন তিনি।

নুর ইসলাম আরও বলেন, ‌‘রাতের বেলায় গাছের প্রতিটি পাতায় পাতায় সাপ দেখা যায়। কিন্তু দিনের বেলায় গাছে কোনো সাপ থাকে না। সন্ধ্যার পর থেকে গাছটিতে আস্তে আস্তে সাপ আসতে থাকে এবং রাত গভীর হলে সাপের সংখ্যা বাড়তে থাকে। সাপগুলো অনেকটা কালো ও লালচে বর্ণের। কী সাপ, কেউ বলতে পারছেন না।’

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার বলেন, বিষয়টি শোনার পর পারুলিয়া ইউপি চেয়ারম্যানকে সরেজমিন বিষয়টি দেখতে বলেছি।

পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে আমি গাছটিতে কয়েকটি সাপ দেখেছি। রাতের বেলায় সাপের সংখ্যা বৃদ্ধি পায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত ৯টার পর থেকে গাছটিতে অগণিত সাপ হাজির হয়। সকালে আবার হারিয়ে যায়। তারা দাবি করছেন, সাপের গায়ে আঘাত করে একজনের গরু মারা গেছে। অন্য একটি ছেলের দুর্ঘটনায় হাত-পা ভেঙে গেছে। এখন গাছটির পাশে যেতে অনেকেই ভয় পাচ্ছেন। সাপগুলোকে আঘাত করতে নিষেধ করেছি।’

শুক্রবার রাত ৯টায় সরেজমিনে দেখা যায়, গাছের উপরে তিনটি সাপ ডালে পেঁচিয়ে রয়েছে। গাছের অন্য কোথাও কোনো সাপ দেখা যায়নি।

দেবহাটা উপজেলার মীর খায়রুল ইসলাম বলেন, ‘চারদিকে খবর ছড়িয়ে পড়েছে অগণিত সাপ গাছে। রাত ৯টায় দেখতে এসে আমি তিনটি সাপ দেখতে পেয়েছি। গাছটির কোথাও আর সাপ দেখতে পাইনি।’

দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘ঘটনাটি আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে নিজ চোঁখে দেখিনি।’

আকরামুল ইসলাম/এমএসআর