কাউন্সিলরপুত্র ইয়াবাসহ আটক
মেহেদী হাসান ও তার সহযোগেী রুবেল
কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসানকে (২৬) ইয়াবাসহ আটক করেছে র্যাব। একইসঙ্গে তার সহযোগী রুবেলকে (২৯) আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. গাফ্ফারুজ্জামান। শুক্রবার (১২ মার্চ) দুপুরে শহরের বাড়াদী এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১২। এ সময় ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন— কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান ও শহরের বাড়াদী (কানা বিলের মোড়) এলাকার মৃত জিলাল হকের ছেলে রুবেল (২৯)।
মেজর মো. গাফ্ফারুজ্জামান বলেন, শুক্রবার দুপুরে সদর থানার বাড়াদী এলাকায় কেনাল রোডে মনির উদ্দিনের বাড়ির সামনে ইয়াবা বেচাকেনার সময় মেহেদী হাসান ও তার সহযোগী রুবেলকে আটক করা হয়। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিজ্ঞাপন
রাজু আহমেদ/এমএসআর