সড়ক অবরোধ করে কর্মসূচি পালিত হয়

‘দুর্নীতিবাজের হাতে নৌকা মানি না, মানব না’, ‘উন্নয়নের টাকা লোপাটকারীকে দেওয়া মনোনয়ন প্রত্যাহার করো, করতে হবে’। শনিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার বাসস্ট্যান্ডে এই সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের দেওয়া চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধে এই দাবি তুলেছেন ইউনিয়ন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী।

জানা যায়, সরকারের উন্নয়ন প্রকল্পের টাকা ভাগাভাগি করে লোপাটে অভিযুক্ত চেয়ারম্যান বেবী রানী হালদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ করেন স্থানীয় নেতারা।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অমূল্য রতন হালদার, চৈতন্য বৈদ্য, খালেক রাঢ়ী, অমল মন্ডল, রেনু রায়, সুব্রত বৈদ্য, নারীনেত্রী অনিমা হালদার, নুপুর বেগম, দৈবতি রানী জয়ধর প্রমুখ। পরে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

এর আগে অতিদারিদ্রের কর্মসূচির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বেবী রানী হালদার ও স্থানীয় ইউপি সদস্য দিপালী হালদারের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়ে তদন্ত করছেন ইউএনও প্রনতি বিশ্বাস।

সৈয়দ মেহেদী হাসান/এনএ