বৈরী আবহাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল
ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ-স্পিডবোট চলাচল। শনিবার (১৩ মার্চ) বিকেলে পৌনে ৫টার দিকে ঝড়ো বাতাস শুরু হওয়ায় নৌযান চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, শনিবার বিকেল থেকে আকাশে কালো মেঘ দেখা যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়। বিকেল পৌনে ৫টার দিকে ঝড়ো বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
ঘাট সূত্রে জানা গেছে, চলাচলরত নৌযান নদীর বিভিন্ন স্থানে নিরাপদে নোঙর করে আছে। তবে ফেরি চলাচল করছে। বাতাস বাড়লে চলাচলরত ফেরি নোঙর করে রাখা হবে ও ফেরিগুলো ঘাট ছেড়ে যাবে না।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল পুনরায় শুরু করা হবে।
নাজমুল মোড়ল/এমএসআর