ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এরিয়া কার্যালয়ের ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে বদলি করা হয়েছে। অনিয়-দুর্নীতির কারণে বিভিন্ন জেলায় তাদের বদলি করা হয়েছে বলে মনে করছেন গ্রাহকরা।

তারা হলেন- ব্যবস্থাপক (রাজস্ব) আবুল বসর ভূঞা, সহকারী প্রকৌশলী নুর করিম, সহকারী ব্যবস্থাপক (কারিগরী) শাহাদাত হোসেন ও সৈয়দ আমান, বিক্রয় সহকারী জামাল উদ্দিন, টেকনেশিয়ান নুরুল আলম, রেকর্ডকিপার কামরুল হাসেম মজুমদার ও পরিচ্ছন্নকর্মী গগন লাল। প্রত্যাহার এবং পদায়ন হওয়া কর্মকর্তা-কর্মচারীরা রোববার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

রোববার (১৩ মার্চ) বাখরাবাদের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) বিমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলায় বদলি করা হয়।

উল্লেখ্য এর আগে গিয়াস উদ্দিন নামে এক টেকনেশিয়ানের দুর্নীতির প্রমাণ মেলায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই ফেনী জেলায় হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কালে বাখরাবাদ ফেনী অফিসের কর্মকর্তাদের যোগসাজশে অনিয়মের তথ্য প্রকাশ পায়। এমন অভিযোগের বিষয়ে স্থানীয় এবং জাতীয় গণমাধ্যম নিয়মিত সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এমন আদেশ দিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক বাখরাবাদের কয়েকজন কর্মকর্তা জানান।

হোসাইন আরমান/এমআইএইচ