বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সুনামগঞ্জে ভাসমান ফেস্টুন

নৌকায় চড়ে ১৯৫৪ সালে রাজশাহীতে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণায় যান শেখ মুজিবুর রহমান। সঙ্গে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধুর হাতে ছিল একটি ছবি। সোহরাওয়ার্দীর পাশেই শোকেস ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখা। তাদের সঙ্গে নতুন সফরসঙ্গী হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

তিনি হাত দিয়ে ইশারা করছেন। নৌকার মাঝি পেছনে বইঠা ধরে রেখেছেন। সবাই সামনের দিকে তাকিয়ে হাসছেন। গতকাল সোমবার (১৫ মার্চ) থেকে এ রকম একটি ছবি ফেসবুকে দেখা যাচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে। সরেজমিনে দেখা যায়, কালিবাড়ির সামনের পুকুরে নৌকায় সফরের ছবি যুক্ত ফেস্টুন রাখা হয়েছে। ছবি দেখে মনে হচ্ছে নিজের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গবন্ধু যেন সুনামগঞ্জ আসছেন নৌকায় চড়ে।

শহরের আলফাত স্কয়ার, সুনামগঞ্জ পৌরসভা, হোসেন বখত চত্বর, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিলবোর্ড ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবিসহ বিভিন্ন সময়ের তোলা ছবি স্থান পেয়েছে।

শহরের প্রবেশদ্বার আব্দুজ জহুর সেতুর ওপরে বানানো হয়েছে ত্রিকোণ চত্বর। তিন দিকেই ছবি ও ফেস্টুন দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করা হয়েছে। হাসিমুখে গলায় চাদর জড়িয়ে হাত তুলে বিদায় জানাচ্ছেন। মনে হচ্ছে শহরে প্রবেশ করছেন বঙ্গবন্ধু।

এ ছাড়াও রিভার ভিউ পয়েন্ট, কাজিরপয়েন্ট, ময়নার পয়েন্ট, জেলা পরিষদসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা বিলবোর্ড ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে। দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাইদুর রহমান আসাদ/এমআইএইচ