নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বিজ্ঞাপন
নিহত গৃহবধূ বিলকিছ বেগম (৩৪) উপজেলার হরণী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব নবীপুর গ্রামের মো. ছিদ্দিকের মেয়ে এবং একই এলাকার মো. রুবেলের স্ত্রী।
স্থানীয় ব্যক্তিরা জানান, এর আগে সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জেরে রুবেল তার স্ত্রী বিলকিছকে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বিলকিছের মৃত্যু হয়। খবর পেয়ে হাতিয়ার মোরশেদ বাজার পুলিশের তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জাহের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বিজ্ঞাপন
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাপোস্টকে জানান, নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএ