বরিশালে সাইকেল র‌্যালি

নানা আয়োজনে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে সবার নজর কেড়েছে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত সাইকেল র‌্যালি। বিকেল ৪টায় নগরীর জিলা স্কু‌লের মো‌ড় থে‌কে র‌্যালিটির উদ্বোধন ক‌রেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। 

এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। তিনি জানতেন শিশুরাই আগামী দিনের কাণ্ডারি। আমরা চাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে বরিশাল নগরীতে শিশুরা নিরাপদভাবে বেড়ে উঠুক। এজন্য শিশুদের উৎসাহ জোগাতে র‌্যালির আয়োজন করা হয়েছে। 

তিনি আরও বলেন, স্বাধীনতার ইতিহাস যেন আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা মুখে মুখে না বলে যেন বুকে ধারণ করি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বেঁচে থাকেলে সেই সোনার বাংলা আমরাও দেখে যাব। আগামী প্রজন্ম সোনার বাংলা পাবে।

অসহায়দের মোট ২৬ লাখ টাকার সহায়তা প্রদান করেন সিটি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ

উদ্বোধনের পর র‌্যা‌লি‌টি নগরীর জিলা স্কুল মোড় থে‌কে আমতলার মোড় হ‌য়ে, নথুল্লাবাদ, সরকারি ব্রজমোহন কলেজ, নতুন বাজার, হাসপাতাল রোড, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক হয়ে পুনরায় জিলা স্কু‌লের মো‌ড়ে শেষ হয়। র‌্যা‌লি‌তে শুধু শিশু নয়, সর্বস্তরের মানুষকে অংশ নিতে দেখা গেছে।

র‌্যা‌লি‌তে অংশ নেওয়া জিলা স্কুলের ছাত্র সাবিত বলে, আমার ভালো লাগছে সবার সঙ্গে সাইকেল চালাতে। এত মানুষের সঙ্গে আমি কখনোই সাইকেল চালাতে পারিনি। 

নুরুল ইসলাম জমাদ্দার নামে এক প্রবীণ বলেন, ব্যতিক্রমী এই আয়োজন পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু সর্ম্পকে জানতে আগ্রহী করে তুলবে। এমন একটি চমকপ্রদ আয়োজন করার জন্য সিটি করপোরেশনকে ধন্যবাদ।

এর আগে দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু অডিট‌রিয়ামের দেয়া‌লে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। এ সময় তিনি ১১৫ জন অসহায়কে মোট ২৬ লাখ টাকার সহায়তা প্রদান করেন। সাহায্যপ্রাপ্তরা অধিকাংশই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর