একাত্তরের স্বাধীনতা আন্দোলনে রংপুর অঞ্চলের প্রথম শহীদ শংকু সমজদারের পরিবারকে নানা সহায়তা দিয়েছে রংপুর জেলা প্রশাসন। শনিবার (২৫ মার্চ) দুপুরে নগরীর কামাল কাছনায় শহীদ শংকুর বাড়িতে গিয়ে যান জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় তিনি শহীদ শংকুর মা দিপালী সমজদারসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নেন।

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন শংকুর মাকে একটি নতুন হুইল চেয়ার উপহার দেন। এ সময় তার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে শংকুর মা দিপালী সমজদারকে জড়িয়ে ধরেন তিনি। এরপর তিনি শংকুর পরিবারের সদস্যদের হাতে টয়লেট নির্মাণে বিভিন্ন সামগ্রী, ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩ মার্চ কারফিউ ভেঙে রংপুরেও হরতাল পালিত হয়। স্বাধীনতা সংগ্রামের সেই আন্দোলনের বিক্ষোভ মিছিলে রংপুরের আলমনগর এলাকায় অবাঙালির গুলিতে শহীদ হন স্কুলপড়ুয়া ১২ বছরের শিশু শংকু সমজদার।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর