গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে সহোদর দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭), আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।

স্থানীয়দের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বাড়ি থেকে কিছু দূরে কয়েকদিন আগে এক্সেভেটর (ভেকু) দিয়ে রাস্তা নির্মাণ করা হয়। এতে রাস্তার পাশে বিশাল গর্ত হয়। পরিবারের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন শিশু মারা যায়।

ওসি আব্দুল্লাহিল জামান আরও বলেন, বিকেল থেকে বাড়িতে শিশুদের না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে রাস্তার পাশে গর্তে এক শিশুর পা দেখতে পেয়ে অন্যদের ডাকাডাকি করেন তারা। পরে তিন শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

রিপন আকন্দ/এমএসআর