যাত্রার মানুষের সুদিন ফিরেছে
উদ্বোধনী দিনে ‘দেবী সুলতানা’ যাত্রাপালা মঞ্চস্থ
প্রায় তিন দশক পর রংপুুুরে মঞ্চে ফিরেছে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য যাত্রাপালা। শেকড়ের সঙ্গে মিশে থাকা যাত্রার মঞ্চায়ন আন্দোলিত করেছে দর্শকদের। করোনাভাইরাসের ভয় কাটিয়ে যাত্রার মঞ্চায়ন নতুন মাত্রা যোগ করেছে ঝিমিয়ে পড়া সংস্কৃতি অঙ্গনে।
যাত্রার অভিনেতা-অভিনেত্রীদের রঙিন সাজসজ্জা, উচ্চস্বরের সংলাপ ও চিরচেনা গানের সুরে যেন ফিরে আসে পুরোনো দিন। মুহুর্মুহু করতালি ও দর্শক সারির উচ্ছ্বসিত দৃশ্যও মন কেড়েছে আয়োজকদের।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুুুর টাউন হল মিলনায়তনে শুরু হয় পাঁচ দিনের যাত্রা উৎসব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছে রংপুুুর যাত্রা ফেডারেশন ও রংপুর থিয়েটার।
‘যাত্রা হোক আমাদের প্রতিদিনের পারিবারিক বিনোদন’ স্লোগানে সন্ধ্যা সাড়ে সাতটায় ১০১টি মোমবাতি প্রজ্জ্বালন করে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ যাত্রা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান কবির শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
বিজ্ঞাপন
যাত্রা ফেডারেশনের রংপুুুর কমিটির সভাপতি আশরাফ উদ্দিন বাবুর সভাপতিত্বে যাত্রা উৎসবের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুুুর (উপসচিব) উপপরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনোয়ার হোসেন, রংপুুুর নাট্যচক্রের সভাপতি খন্দকার আব্দুল মজিদ হিরু, রংপুুুর থিয়েটারের প্রতিষ্ঠাতা সম্পাদক নিজামুল ইসলাম, সারথি একাডেমির প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম, রংপুুুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক খন্দকার ফখরুল আনাম, দিনাজপুর যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলে ইলাহী মুকুট, বগুড়া যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী দিনে ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় রচিত ও মোহাম্মুদুল হক মুকুল নির্দেশিত ‘দেবী সুলতানা’ যাত্রাপালা পরিবেশন করে রংপুুুর থিয়েটার। দীর্ঘদিন পর মঞ্চে যাত্রাপালা উপভোগ করতে মিলনায়তন ভরে ছিল বিভিন্ন বয়সী দর্শকে।
আগামীকাল শনিবার (২০ মার্চ) একই মঞ্চে তরুণ সংঘের ‘জীবন নদীর তীরে’, ২১ মার্চ নবজাগরণ নাট্য সংঘের ‘অনুসন্ধান’, ২২ মার্চ দুর্জয় নাট্য সংঘের ‘জেল থেকে বলছি’, ও উৎসবের সমাপনী দিন ২৩ মার্চ রংপুুুর থিয়েটারের নাট্যপালা ‘রতন-চন্দ্রিকা’ পরিবেশন করবে।
উৎসবে রংপুুুর, কুড়িগ্রাম ও নীলফামারীর পাঁচটি যাত্রাদল অংশ নিয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে টাউন হল মিলনায়তনে পরিবেশিত হবে এসব যাত্রাপালা।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর