ভারতে পাচার হওয়া আট নারী দেশে ফিরলেন

ভারতে পাচার হওয়া আট নারীকে যশোরের বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

দেশে আসার পর বোনপোল বন্দর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের বেসরকারি মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তাদের জিম্মায় দেওয়া হয়। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে তাদের।

মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রোগ্রামার অফিসার শাওলী সুলতানা মুঠোফোনে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া আট নারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মুম্বাইয়ে পাচার হয়েছিলেন তারা। পরে মুম্বাইয়ের পুলিশ তাদের আটক করলে প্রায় দেড় বছর জেল খাটেন। পরবর্তীতে মুম্বাইয়ের নবজীবন শেল্টার হোম নামের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নেয়। এরপর দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে শুক্রবার তাদের দেশে ফেরত পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঢাকা পোস্টকে বলেন, ফেরত আসা নারীদের গ্রহণ করেছে মানবাধিকার সংগঠন। ওসব নারীকে স্বজনদের কাছে পৌঁছে দেবে সংগঠনের সদস্যরা। 

জাহিদ হাসান/এএম